Gopalganj Polytechnic Institute

Gopalganj Polytechnic Institute

অধ্যক্ষের বাণী

তিনি ১৯৭০ সালের মার্চে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রিন্সিপাল পদে কর্মরত আছেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইল। তিনি ২০১৬ সালেফেইস রিকগনিশন”- পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি বিভাগে এমএসসিএসই ডিগ্রি পেয়েছেন ইতোপূর্বে, ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(
বুয়েট) থেকে ইলেক্ট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে এম. এম. আলী কলেজ, কাগমারি, টাঙ্গাইল থেকে এইচ.এস.সি. পাশ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল থেকে ১৯৮৫ সালে এস.এস.সি পাশ করেন।

তাঁর সুদীর্ঘ শিক্ষা কর্মজীবনের কিছু অর্জনঃ

  • Robust Face Recognition using Facial Features (PhD
    Thesis
    )
  • Study of Discretization of Continuous Attributes using
    Bayes rules (MSc Thesis)
  • Assessment of Load Management in Power Sector in
    Bangladesh (BSc Thesis)

আন্তর্জাতিক প্রকাশনাঃ

Conference
Papers

  1. Face Recognition using Eyes, Nostrils
    and Mouth Features
  2. “Extraction of Facial Feature Points
    Using Cumulative Distribution Function by Varying Single Threshold Group
    .
  3. Automatic Adaptive Facial Feature
    Extraction using CDF Analysis

Journal
Papers 

  1. Component-based
    face recognition using statistical pattern matching analysis
    .”
  2. Component Based Face Recognition
    using Feature Matching through Hu Moment Invariants
  3. Face Recognition using Facial
    Features
  4. Face Recognition using Weighted
    Facial Feature Values of Eyes, Nostrils and Mouth Areas
  5. Extraction of
    Facial    Feature Points from CDF using Otsu Thresholding
     
  6. Extraction of Facial Feature Points
    using Cumulative Histogram

কর্মজীবনঃ

১। প্রিন্সিপাল,
মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট: ১৫ ডিসেম্বর, ২০২০বর্তমান

২। পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড : ১২ জুলাই, ২০১৫১৩ ডিসেম্বর, ২০২০

৩। প্রিন্সিপাল,
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট: ২৯ জুন, ২০০৮১১ জুলাই, ২০১৫

৪। প্রিন্সিপাল,
শরিয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট: ১৫ এপ্রিল, ২০০৭২৮ জুন, ২০০৮

৫। বিভাগীয় প্রধানইলেক্ট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট: ১১ নভেম্বর, ২০০৬১৫ এপ্রিল, ২০০৭

৬। ইনস্ট্রাক্টর
(
ইলেকট্রনিক্স), ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট: ০৯ এপ্রিল, ২০০৬১০ নভেম্বর, ২০০৬

৭। ইনস্ট্রাক্টর
(
ইলেকট্রনিক্স), সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট: ২৯ অগাস্ট, ২০০৫০৬ এপ্রিল, ২০০৬

৮। ইনস্ট্রাক্টর
(
কম্পিউটার), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট: ২২ নভেম্বর, ১৯৯৮২৮ আগস্ট, ২০০৫

৯। ইনস্ট্রাক্টর
(
কম্পিউটার), কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি (বর্তমানে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়): ২৩ জুলাই, ১৯৯৭২১ নভেম্বর, ১৯৯৮

১০। ইনস্ট্রাক্টর
(
কম্পিউটার), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট : ০৭ এপ্রিল, ১৯৯৬২১ জুলাই, ১৯৯৭

 

পরীক্ষার প্রশ্ন ফাঁস প্রতিরোধের জন্য তিনি ২০১৯২০ সালে নিজের ধারণা, উদ্যোগ এবং সর্বনিম্ন বাজেট ব্যবহার করে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলিতে অনলাইনে প্রশ্ন প্রেরণ সফলতার সাথে সম্পন্ন করেন। এটি প্রথম বার বাংলাদেশে BTEB এর অধীনে পাবলিক পরীক্ষার জন্য হয়েছে। এই কাজটি খুব ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং ছিল। তিনি এর জন্য BTEB চেয়ারম্যান মহোদয়ের অভিনন্দন বার্তা প্রাপ্ত হয়েছেন।

 

তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের বিদেশি এবং স্থানীয় প্রশিক্ষণ গ্রহণ করা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, University Lumière
Lyon2, France –
তে Erasmus Mundus eLINK Scholarship, যেখানে Motion & Face Recognitions – কাজ করেন। এছাড়া তিনি Nanyang Polytechnic International, Singapore TVET institution management and leadership প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেন। স্থানীয়ভাবে তিনি টেলিযোগাযোগ, কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি, ম্যানেজমেন্ট
 
এবং স্কাউটিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এগুলির মধ্যে নেটওয়ার্কিং, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রেটিজিক প্ল্যানিং সহ পেশাদার উন্নতির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ রয়েছে।

 

Google Scholar          ORCID

 

শুভেচ্ছান্তে,

 

. সুশীল কুমার পাল

অধ্যক্ষ

ই-মেইলঃ principal.gopalgonj@gmail.com