শিক্ষাই জাতির মেরুদন্ড। কোন জাতির উন্নয়নের পূর্বশর্ত হলো তার শিক্ষা। অর্থাৎ, যে জাতি যত বেশি উন্নত, সে জাতি ততবেশি শিক্ষিত। যুগে যুগে এমন শিক্ষার কথা শিক্ষার্থীরা বহু গুণীজনের মুখে কিংবা কাগজে কলমে জেনে আসছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সাধারণ শিক্ষার ব্যাপারেই গুরুত্ব দেননি;বাঙালি জাতির এই মহান নেতা কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলার। অন্যান্য শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমেই কেবল সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তাঁরই তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে কারিগরি শিক্ষা তথা তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের পথে আর ২০৪১ সালের মধ্যে এই স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমেই দেশ উন্নত দেশ ও সোনার বাংলায় পরিণত হবে বলে আমি মনে করি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়ের তত্ত্বাবধায়নে অন্যান্য পলিটেকনিক/মনোটেকনিক ইন্সটিটিউটের ন্যায় গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিক, দক্ষ ও আত্মনির্ভরশীল শিক্ষার্থী বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা এখন আর বোঝা নয় এরা জনশক্তিতে রূপান্তরিত হয়ে দেশের বাজার থেকে আন্তর্জাতিক বাজার ধরার জন্য বদ্ধপরিকর যার জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ যে সকল শিক্ষার্থীবৃন্দ ভর্তি হবে তারা একটি রাজনীতি ও কোলাহলমুক্ত ক্যাম্পাস পাবে যেখানে নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক চেতনায় গড়ে তুলতে পারবে। আমাদের রয়েছে স্বনামধন্য রোভার স্কাউট টিম যেখানে একজন শিক্ষার্থী নিজেকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার অবারিত সুযোগ পাবে, রয়েছে দক্ষ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী যারা সুন্দরভাবে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এসাইনমেন্ট, জবশিটসহ প্রাকটিকালি শিক্ষার্থীদের যথাযথ পাঠদানের জন্য বদ্ধপরিকর, রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব। সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি রয়েছে খেলার মাঠ যেখানে নিয়মিত স্পোর্টস অনুষ্ঠিত হয়।
পুনশ্চ, আমি সকলকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এই প্রাঙ্গনে আগমনের জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি।
শুভেচ্ছান্তে,
মোঃ মাইনুল আহসান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মোবাইলঃ 01309133814
ই-মেইলঃ principal.gopalgonj@gmail.com