Gopalganj Polytechnic Institute

Gopalganj Polytechnic Institute

About ENT

আধুনিক বিজ্ঞানের প্রত্যেকটি আবিস্কারের পেছনে রয়েছে ইলেকট্রনিক্সের অপরিসীম অবদান। মানুষের দৈনন্দিন জীবন প্রণালী ও বেঁচে থাকার মাধ্যম হিসাবে ইলেকট্রনিক্স
প্রতিনিয়তই নিজেকে হাজির করছে নতুন ভাবে। উন্নত জীবন যাপনের জন্য মানুষ প্রতিটি মুহুর্তেই ইলেকট্রনিক্সের উপর নির্ভর করে চলছে।

এক কথায় এই বিশাল পৃথিবীকে হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে একমাত্র Electronics এর জন্য। খুব কম পরিসরে এক মাত্র ইলেকট্রনিক্সই পারে নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে। যেমন: IPS, UPS, VOLTAGE STABILIZER, TV, VCD, DVD, POWER SUPPLY ইত্যাদি ফ্যাক্টরী তৈরী করতে পারে।

আমাদের ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপার্টমেন্ট সর্বাধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে। ছাত্র-ছাত্রীদেরকে অত্যন্ত দক্ষ প্রশিক্ষক দ্বারা ইন্ডাস্ট্রি লেভেলের মান সম্মত প্রশিক্ষণ দেয়া হয়। এতে করে আমাদের ইনস্টিটিউট এর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে প্রতিবছর দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।


 আকুঞ্জী মেহেদী হাসান
বিভাগীয় প্রধান (২য় শিফট)